ভেদেরগঞ্জের একমাত্র বিশ্ববিদ্যালয় জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল র‌্যাগ ডে অনুষ্ঠিত

প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২০

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি ।। হেমন্তের বিদায়ের পরপরই হিম হিম হাওয়া ও কুয়াশার চাদর গায়ে প্রকৃতি যখন নবরূপে সজ্জিত, ঠিক তখনি গত ০৬ জানুয়ারী ২০২০ তারিখ র‌্যাগ ডে’র আনন্দে মেতে উঠেছে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের সকল বিভাগের শিক্ষার্থী। র‌্যাগ ডে উপলক্ষে এক উচ্ছ্বাসঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০:০০ টায় সবুজ টি শার্ট ও খয়েরী শাড়ী পরিহিত শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি করা হয়। র‌্যালিতে ছাত্র-ছাত্রী ছাড়াও অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়া (ভারপ্রাপ্ত), সকল শিক্ষক/কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‌্যালি শেষে ছাত্র-ছাত্রীরা অত্যান্ত জাকজমকপূর্নভাবে ফ্ল্যাশ মুভ করে।

 

অনুষ্ঠানের ২য় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়া (ভারপ্রাপ্ত)। মাননীয় উপাচার্য মহোদয় তার বক্তব্যে ১২তম ব্যাচের সকল ছাত্র-ছাত্রীদের শুভকামনা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করার জন্য আনুষ্ঠান আয়োজকদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ মিজানুজামান (ভারপ্রাপ্ত), কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদরে ডীন, মোঃ এমরান পারভেজ খান, প্রক্টর জনাব মোঃ মারুফ হোসেন, সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন ও সকল শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

 

র‌্যাগ ডে’র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনের পথচলার ইতি ঘটে অনেকটা অনুষ্ঠানিকভাবে। স্নাতক সম্পন্নের পরে কেউ উচ্চতর ডিগ্রী অর্জনে আত্মনিবেশ করেন। আবার কেউ চাকরি জীবনে প্রবেশের মাধ্যমে হাল ধরেন নিজ পরিবারের। কর্মজীবনে প্রবেশের মাধ্যমে দেশ গড়ার কাজে নিয়োজিত হন তারা।

আপনার মতামত লিখুন :