বরিশালে পিতা-মাতার চরণ সেবা
প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২০

বরিশালে পিতা-মাতার চরণ সেবা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর ধর্মরক্ষ্মিনী সভাগৃহে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শিল্পপতি বিজয় কৃষ্ণ দের উদ্যোগে অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থী ও তাদের পিতা মাতা অংশগ্রহণ করেন। এ সময় তারা মোমবাতি জ্বালিয়ে ফুল ও পানি দিয়ে পা ধৌত করে পিতা মাতার চরণ সেবা করে।
শিক্ষার্থীরা এসময় গায়েত্রী মন্ত্রও পাঠ করেন। বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক গোবিন্দ সাহা জানান, পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা অটুট করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বরিশালের ট্রেইনার নিপুণ মণ্ডল, প্রশান্ত কুমার ও তাপস কর্মকার উপস্থিত ছিলেন।