ফেসবুক কুরআন প্রতিযোগিতার “চ্যাম্পিয়ন” হলো সাইপ্রাস প্রবাসী নাজমা

প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০

সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৭ সাল থেকে পরিচালিত সোশ্যাল মিডিয়ায় কুরআন বিকল্প মাধ্যম ফেসবুক কুরআন প্রতিযোগীতার ৬ষ্ঠ পর্বের ৪র্থ চ্যাম্পিয়ন হলেন সাইপ্রাস প্রবাসী ৬৮ নং প্রতিযোগী মোছাঃ নাজমা রহমান বরিশাল ও রানার আপ নির্বাচিত হয়েছেন নোয়াখালির ৮৯ নং প্রতিযোগী “মুনতাজার আহমেদ” পিতার নাম ঃ এ জে এম মাহদী।

কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৪.০০ টার সময় সরাসরি ফেসবুক লাইভে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়্যারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাসচিব ক্বারী মাওলানা মোঃ মাহদি হাসান কাওসারী। অনলাইনে আরো উপস্থিত ছিলেন বিচারক মন্ডলির সদস্য মাওলানা মোঃ কুদরাতুল্লাহ, ভাইচ চেয়ারম্যান ইউসুফ আজম ও ইঞ্জিনিয়ার মামুন প্লাবন, কেন্দ্রীয় অভিভাবক বিষয়ক সম্পাদিকা (অর্থ) ডাঃ কামরুন নাহার রুনা, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন নাহার জেবু, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা খাতুন, সহ প্রচার সম্পাদক মুনতাজার আহমেদ, বরিশাল বিভাগের পরিচালক মোঃ এনামুল হক, চট্রগ্রাম বিভাগের পরিচালক মোঃ শিরাজুল ইসলাম , খুলনা বিভাগের পরিচালক মোঃ হেলাল উদ্দিন প্রমুখ

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর বলেন, এ মহতী কাজের সাথে যারা জড়িত, যারা সহযোগিতা করেন ও সকল প্রতিযোগীদের তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকল প্রতিযোগীদের কুরআন বুঝে পড়ার পাশাপশি কুরআনের আলোকে নিজেদের জীবনকেও গঠন করার আহবান জানান। জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন-হাদীসের অনুসরণ করে নিজেকে একজন মুত্তাকী মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই এ প্রতিযোগিতার আয়োজন সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ প্রতিযোগিতার কার্যক্রম পরিচালনার জন্য সমাজের বিত্ত¡শালীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহবান করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহন করতে এখানে ক্লিক করে জয়েন করুন।

 

আপনার মতামত লিখুন :