হরিণাকুন্ডুতে শিক্ষা সহায়ক উপকরণ পেল শিক্ষার্থীরা
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, টিফিন বক্স, স্যানিটারি ন্যাপকিনসহ শিক্ষা উপকরণ দিয়েছে উপজেলা পরিষদ।
বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা শেষে ২০১৯-২০ অর্থ বছরের এডিপি তহবিল থেকে উপজেলার প্রায় ৫০ জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষার্থী তাহসিনা তাসনিম নিশাত প্রমূখ বক্তব্যদেন