বন্দর সংগীত নিকেতনের ‘‘জিরো থেকে হিরো’র অডিশন সম্পন্ন

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২০

স্টাফ রিপোর্টার:  গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সংগীত বিদ্যালয় ‘‘বন্দর সংগীত নিকেতন’’এর শিল্পীদের অংশগ্রহণে শেষ হলো চ্যানেল জিরো’র বিশেষ আয়োজন ‘‘জিরো থেকে হিরো’’এর অডিশন। বন্দর উপজেলা বিদ্যালয়ের নিজস্ব ক্লাসরুমে এ অডিশন অনুষ্ঠিত হয়।

 

অডিশনে অর্ধ শতাব্দী প্রাচীণ এ প্রতিষ্ঠানের সাফল্য ব্যার্থতার সকল কিছু তুলে ধরা হয়। অডিশনে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,বন্দর সংগীত নিকেতনের অধ্যক্ষ প্রদীপ কর্মকার,নাজমা সুলতানা, পরিচালক এম এ মানিক, মারিতা সামাদ, আশরাফ আলীসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

 

এতে সংগীত পরিবেশন করেন বন্দর সংগীত নিকেতনের শিক্ষার্থী জাতীয় পর্যায়ের আলোচিত শিল্পী চ্যানেল আই ক্ষুদে গানরাজ স্বর্ণা, সুরমি, ছোঁয়ামনি,পড়শী,লিজা, মৌ,কথা, জৈয়তা, আচল ও সূচনা। দুই কাউন্সিলরের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে গোটা প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ সামাদ খানের স্মৃতিচারণসহ শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন :