মৌলভীবাজার সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: “আমার রক্তে যদি বাঁচে অন্যের প্রাণ, কেনো করবো না মোরা স্বেচ্ছায় রক্তদান” এই শে¬াগানে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টার্গেট গ্র“প অব বাংলাদেশ এর সার্বিক সহযোগীতায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করা হয়েছে আজ ১৪ সেপ্টেম্বর সকালে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল তত্ত¡াবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত কানুনগো, মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমদ ফয়সল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেশ টিভি জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, ইউএনএফপিএ ফিল্ড অফিসার ডাঃ নূর-ই আলম সিদ্দিকী, মৌলভীবাজার এমএনসিএইচ কনসালটেন্ট ডাঃ মির্জা ফজলে এলাহী, মৌলভীবাজার সিআইপিআরবি প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।