কালকিনিতে বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপ-প্রচার: শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ সভা
প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২০

ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর: এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ান করা হয়েছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা চলছে। তবে এ বিষয় ভূক্তভোগী পরিবার মামলা দিলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
মাদারীপুরের কালকিনি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিকর কথা লিখে পোষ্ট করেছে একটি কু-চক্রি মহল। এর পতিবাদে আজ রোববার দুপুরে ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় চত্বরে এক প্রতিবাদ সভা অনুঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মোঃ জামাল হোসেন, সমতল গাইন, মোঃ শহিদুল ইসলাম, মমতাজ বেগম, তরুন কান্তি দে, তাপস কুমার, হাসিনা পারভীন, শাওন, মাসুদ রানা ও মোঃ কবির হোসেন প্রমুখ।
এসময় প্রতিবাদি শিক্ষকরা বলেন, আমাদের প্রতিষ্ঠাতা ও সভপতির সরকারের কাছ থেকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণ পদক পেয়েছেন তাই তার বিরুদ্ধে এখন অপপ্রচার করা হচ্ছে আমরা এর প্রতিবাদ ও নিন্দা যানাই। প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন বলেন, এ প্রতিষ্ঠানে প্রতি বছর উপজেলার মধ্যে ভাল রেজাল্ট করেন। এবং এখানের অনেক শিক্ষার্থী ডাক্তার ও ইঞ্জিনিয়র হয়েছে। তাই একটি কু-চক্রি মহল একটি ফেসবুক আইডিতে আমাদের সভাপতির বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ যানাই।