দিনাজপুরে শিশু নিকেতনের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২০
SAMSUNG CAMERA PICTURES

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর॥ দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ক্লাব অব দিনাজপুর কর্তৃক পরিচালিত এতিম কন্যা শিশুদের একমাত্র আবাসিক এবং পড়াশোনার শতভাগ দায়িত্ব গ্রহণের প্রতিষ্ঠান শিশু নিকেতন এর বার্ষিক সাধারন সভা ও কার্যকরী পরিষদের নির্বাচন-২০২০-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

 

শিশু নিকেতন পরিচালনা নির্বাহী কমিটির সভাপতি লায়ন আলহাজ্ব এম.এ মজিদ এর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন শিশু নিকেতনের সাধারন সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব ফরিদুল ইসলাম এমজেএফ। আয় ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ আলহাজ্ব মোকাররম হোসেন খান। প্রতিবেদনের উপর আলোচনা করেন লায়ন লুৎফর রহমান মিন্টু এমজেএফ, লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট লায়ন, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।

 

প্রতিবেদনের উপর মুক্ত আলোচনা করেন মোঃ সাইদুর রহমান। সভার শুরুতে শোক প্রস্তাব ও নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন লায়ন আলহাজ্ব মোকাররম হোসেন খান। গত বছরের সাধারন সভার সিদ্ধান্তবলী পাঠ করেন ক্লাবের এ.ও আব্দুস সবুর সরকার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনারের পরিচালনায় সর্বসম্মতিক্রমে শিশু নিকেতনের দুই বছর মেয়াদী নির্বাহী কমিটির প্রেসিডেন্ট হিসেবে মোজাফ্ফর আলী মিলন ও সেক্রেটারী হিসেবে ইকবাল আহম্মেদ ডনকে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

 

আপনার মতামত লিখুন :