নওগাঁর আত্রাইয়ে ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২০

নওগাঁ প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ ছাত্র লীগের গৌরব ঐতিহ্য ও সাফল্যের ৭২ বছর উৎযাপন উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেককাটা, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৪ জানুয়ারী শনিবার সকাল ১১টায় মোল্লা আজাদ বিশ্ববিদ্যালয় ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে আত্রাই মোল্লা আজাদ বিশ^ বিদ্যালয় ডিগ্রী কলেজ মাঠে র‌্যালী শেষ হয়।

 

র‌্যালী শেষে উপজেলা ছাত্র লীগের সভাপতি মাহদী মসনদ স্বরুপ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির সোহাগ এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, প্রচার সম্পাদক ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী।

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, নওগাঁ জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌসী ইয়াছমিন ডেজি, সাবেক ছাত্র লীগ সভাপতি সফিউল আলম শীষ , জাহাঙ্গীর আলম সরকার, ভোঁ-পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম , উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েব, উপজেলা আওয়ামীগ সহ-সভাপতি গহের আলীসহ উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

 

আপনার মতামত লিখুন :