ঢাকার হযরত শাহজালালে স্বর্ণ পাচারে জড়িত বিমানবন্দরের তিন কর্মী!

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২০

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারে জড়িত খোদ বিমানবন্দরের তিন কর্মী। আজ স্বর্ণ পাচারকালে বিমানবন্দরের ওই তিন কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে তাদের স্বর্ণসহ আটক করা হয় বলে জানা গেছে।

 

এসময় প্রায় আড়াই কেজি স্বর্ণ জব্দ করা হয়। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের কাছ থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানা গেছে। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :