পুলিশ প্রশাসনের সু-দৃষ্টি কামনা: অটো চালকদের কাছ থেকে ঠান্ডা মাথায় চাঁদাবাজি
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২০

খান মোঃ আঃ মজিদ বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর থেকে।। বোচাগঞ্জ উপজেলা থানাধীন অটো বাইক ঐক্য পরিষদ-২০১৯ সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানের পরিচয় দানকারীরা প্রতিদিনের ন্যায় ১০ টাকা হারে চাঁদা আদায় করে। দেখার কেউ নাই বললেই চলে। ঐ চাঁদাবাজিদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে পারেনা। স্থানীয় বোচাগঞ্জ উপজেলার ও পৌরএলাকার অ্েটা বাইক অটো চালকদের অভিযোগ, ইনকাম হোক বা না হোক প্রতিদিনের ন্যায় ১০ থেকে ২০ টাকা হারে চাঁদা দিতে হবে।
এর কোন প্রতিকার হবে কি না? বোচাগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় অটো বাইক প্রায় আনুমানিক গড়ে ২ থেকে ৩ শতাধিক এবং বিভিন্ন এলাকা থেকে আসা অটো বাইক ১ থেকে দেড়শত গাড়ী চলাচল করে। এই যে অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষ বিভিন্ন যানবাহন চালকদের কাছ থেকে সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত টোল হিসাবে ঠান্ডা মাথায় চাঁদাবাজি করছে। সেতাবগঞ্জ পীরগঞ্জ রোড ৩০ থেকে ৫০ টাকা হারে, সেতাবগঞ্জ মাদ্রাসা রোড হতে বকুলতলা ১০ থেকে ২০টাকা হারে, সেতাবগঞ্জ সিনেমা হল রোড হতে কাহারোল ১০ থেকে ২০ টাকা হারে, সেতাবগঞ্জ চৌরাস্তা হইতে সুকদেবপুর জংলীপীর ২০ থেকে ৩০ টাকা হারে এবং সেতাবগঞ্জ পাট গুদাম মোড় হতে স্কুল রোড বটতলা ২০ থেকে ৩০ টাকা টোল আদায়ের নামে ঠান্ডা মাথায় চাঁদা বাজি করছে। শুধু তাই নয় বাংলাদেশ অটো কল্যাণ সোসাইটি একই কায়দায় পীরগঞ্জ পৌরসাভার কার্যালয়, পীরগঞ্জ ঠাকুরগাঁও উন্নয়নের জন্য আদায়ের রশিদ প্রবেশ টোল অটোগাড়ী, পাগলু গাড়ী, চার্জার ভেন ১০ টাকা হারে চাঁদা আদায় করছে।
অটো চালকদের বক্তব্য আমরা যে অর্থ দিয়ে থাকি আমাদের কোন কল্যাণে কাজে আসে না। যদি কোন দূর্ঘটনায়, আমাদের ছেলে মেয়েদের লেখা পড়াসহ,কোন কাজে লাগতে এই অর্থ দিলে আমাদের লাভ হতো। কিন্তু দুঃখের বিষয় কোন কাজেই আসেনা। দিনাজপুর জেলা প্রশাসক মহোদয় ও জেলা পুলিশ সুপার মহোদয় সুদৃষ্টি কামনা করেছেন বোচাগঞ্জ অটো বাইক চালকগণ এবং এলাকাবাসী।