আইডি কার্ড সঙ্গে নিয়ে বের হওয়ার আহ্বান র্যাবের
প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০

ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে আগামী দুই দিন নগরীতে বের হলে ফটো সম্বলিত আইডি কার্ড সঙ্গে রাখার আহ্বান জানায় র্যাব।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ এ কথা জানান।
র্যাব ডিজি বলেন, শান্তিপূর্ণ ভোট উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ভীতিমুক্ত পরিবেশে প্রতিটি ভোটার অবাধে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরেও দায়িত্ব পালন করবে।
ভোটারদের প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সব হুমকি ও ঝুঁকি পর্যালোচনা করা হয়েছে। এ ব্যাপারে গোয়েন্দারা তৎপর রয়েছে। সার্বক্ষণিক সোশ্যাল মিডিয়া মনিটর করা হচ্ছে। সবকিছুর ওপর সজাগ দৃষ্টি রয়েছে। যা যা প্রয়োজন করা হবে। সবোর্চ্চ শক্তি দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ করা হবে।
বেনজির আহমেদ বলেন, নির্বাচন কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। এ সময় বহিরাগতদের ঢাকা ত্যাগ করার অনুরোধও জানান তিনি। আর প্রয়োজনে বের হলে ফটো সম্বলিত পরিচয়পত্র সঙ্গে নিয়ে বের হওয়ার আহ্বান জানান।