৪শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ শার্শার খোকন আটক
প্রকাশিত : ১৩ জুন ২০২০

মোঃ রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা শিকারপুর সীমান্ত এলাকা থেকে ৪শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ খোকন মিয়া(৩৬)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী খোকা মিয়া শার্শার রামচন্দ্রপুর গ্রামের খেজমত আলীর ছেলে।
শুক্রবার(১২ ই জুন) গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর বিওপির কর্মরত হাবিলদার মোঃ কবীর হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনাকালে নারিকেলবাড়িয়া নামক স্থানের মাঠ থেকে ৪শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা আমাদের স্টাফ রিপোর্টার মোঃ রাসেল ইসলামকে জানান,দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ খোকন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷