বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিল সহ আটক-১
প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২০

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ১২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ জাকির হোসেন সান্টু(২৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক। আটক মাদক ব্যবসায়ী জাকির হোসেন ঝিকরগাছার বেলে বটতলা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
সোমবার রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মাসুম বিল্লাহ,এএসআই শাহীন ফরহাদ ও এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অপরদিকে বেনাপোল লোকাল বাস স্ট্যান্ডের সামনে থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ জাকির হোসেনের শরীরে অভিনব কায়দায় রাখা অবস্থায় তাকে আটক করা হয়৷
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ১২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷ আটক মাদক ব্যবসায়ীকে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেন৷