দেশবাসী ইসির দিকে তা‌কিয়ে আছে: তা‌বিথ

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০
দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা ইসির দি‌কে তা‌কি‌য়ে আছে: তা‌বিথ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, সুষ্ঠু নির্বাচন দেখতে সারা দেশের মানুষ আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশনের দিকে তা‌কিয়ে থাকবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

নির্বাচনের দিনকে নিয়ে শঙ্কা প্রকাশ করে তা‌বিথ আউয়াল বলেন, পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কি না, তা নিশ্চিত নই। ইভিএমের বিষয়টা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। ইতিবাচক মনোভাব নিয়ে এগুচ্ছি। নির্বাচন কমিশনের ভূমিকার ওপর নির্ভর করে নির্বাচন কেমন হবে। দেশ সংকটে আছে দাবি করে বিএনপির এই প্রার্থী বলেন, আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি। মতবিনিময়কালে তি‌নি বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানান এবং সমবেদনা প্রকাশ করেন।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপ‌তি ইকবাল সোবাহান চৌধুরী, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, সাবেক সভাপ‌তি শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবা‌দিক ইউনিয়নের সভাপ‌তি রুহুল আমিন হাজী, মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা  সাংবা‌দিক ইউনিয়নের সভাপতি ‌কাদের গ‌নি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শ‌হিদুল ইসলাম, ‌ডিআরইউর সা‌বেক সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমানী, বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী প্রমুখ।

 

 

আপনার মতামত লিখুন :