ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন পটুয়াখালী সদর আসনের প্রার্থী হাবিবুর রহমান বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৬ সকাল

পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী)  আসনের সংসদ  সদস্য প্রার্থী ঘোষণার চার ঘন্টার ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদার কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

একই সঙ্গে তাঁকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী পদ থেকেও প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় পটুয়াখালী পৌরসভার ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তাঁকে বহিষ্কার করা হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)–এর নির্দেশে এবং ৮ ডিসেম্বর জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ চূড়ান্ত করা হয়।

একই সিদ্ধান্তে মুফতি হাবিবুর রহমানের স্থলে পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনে ইসলামী আন্দোলনের নতুন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য সোমবার বিকেলে চারটায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে মুফতি হাবিবুর রহমান পটুয়াখালী ৪ (কলাপাড়াও রাঙ্গাবালী) আসন থেকে নিজেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। বিষয় টি কলাপাড়া উপজেলার সর্বত্র আলোচনার বিষয়ে পরিনত হয়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ইতিবাচক ও নেতিবাচক আলোচনা সমালোচনা চলছে।  

Link copied!