নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মাদারীপুরে উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ০৯:৪৮ সকাল

মাদারীপুরের একটি আবাসিক হোটেল থেকে নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ নামের একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার, সদর মডেল থানা পুলিশ এবং ঢাকার মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, “গত রোববার সকালে সৈয়দ নাইম রহমান অফিসে যোগ দেন। দুপুরের দিকে তিনি অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।”

জিডির সূত্র ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশের অনুসন্ধানে জানা যায়, তিনি মাদারীপুরে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই তাকে ‘রয়েল রেস্ট হাউস’ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার বিকেলে সৈয়দ নাইম রহমান হোটেলে উঠেছিলেন। সে সময় তিনি জানান, একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে এসেছেন এবং দুই থেকে তিন দিন অবস্থান করবেন। হোটেলে ওঠার সময় তিনি অগ্রিম ভাড়াও পরিশোধ করেন। হোটেলের রেজিস্টার বইয়ে তার ঠিকানা হিসেবে ঢাকা মিরপুর পল্লবী এবং বাবার নাম সৈয়দ মোস্তাফিজুল রহমান লেখা রয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে বুধবার বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক সৈয়দ নাইম রহমানকে ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে তিনি চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে নিরাপদে রয়েছেন।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, তার নিখোঁজ হওয়া ও মাদারীপুরে অবস্থানের পেছনে কোনো অপরাধমূলক ঘটনা আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হতে পারে।

Link copied!