জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত আট ইসলামী দলের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে মামুনুল হক বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। একপাশে ৭২-এর বাকশালপন্থিরা, অন্যপাশে ২৪-এর জুলাইপন্থিরা। তার দাবি, ২৪-এর পরাজিত শক্তিরা ১৩ নভেম্বর ‘যুদ্ধের ঘোষণা’ দিয়েছে এবং বাকশালপন্থিদের রাজনীতি থেকে সরিয়ে দেবে।
তিনি আরও বলেন, যারা নির্বাচনের আগে গণভোট চায় না, তারা আসলে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। সরকারের প্রতি তিনি সতর্ক করে বলেন, যদি তারা আট দলের নেতাদের শান্তিপূর্ণ অবস্থান বুঝতে অক্ষম হয়, তবে যে ভাষায় তাদের বুঝানো সম্ভব, সেই ভাষাতেই কার্যক্রম চালানো হবে।
সমাবেশে আট দলের নেতারা দাবি করেছেন-
* জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করা
* নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা
* নির্বাচনে উভয় পিআর পদ্ধতি ও সমান সুযোগ নিশ্চিত করা
* আওয়ামী সরকারের আমলের বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা
* জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা
সমাবেশে অংশ নেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ আটটি দলের নেতাকর্মী।

আপনার মতামত লিখুন :