সিলেটে তেলের লরি মেরামতকালে বিস্ফোরণ, নিহত ২
প্রকাশিত : ১৫ মে ২০২০
সিলেটের দক্ষিণ সুরমায় পদ্মা ওয়েল কোম্পানির একটি তেলের ট্র্যাঙ্কলরি বিস্ফোরণে গাড়িচালক ও একজন ওয়ার্কশপ মালিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িটির এক হেলপার। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই এলাকায় একটি ওয়ার্কশপে তেলের গাড়ি (ট্র্যাঙ্কলরি) মেরামত করার সময় আগুন লেগে এ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, পদ্মা কোম্পানির একটি তেলের গাড়ি ওই এলাকায় স্থানীয় মা ওয়ার্কশপে নিলে গাড়ির ভেতরে ঢুকে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। নিহত ২ জনের মধ্যে একজন দোকানের মালিক মনির এবং আরেকজন দোকানের কর্মচারী কমল। অপর গুরুতর আহত ব্যক্তিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।