লকডাউনে মুক্তি পাচ্ছে অমিতাভের ‘গুলাবো সিতাবো’
প্রকাশিত : ১৫ মে ২০২০
আসছে ১২ জুন আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা অভিনীত অভিনীত বহুল আলোচিত ছবি ‘গুলাবো সিতাবো’। ভিন্নধারার কমেডি ছবি ২০০টি দেশজুড়ে প্রিমিয়ার হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ছবিটি পরিচালন করেছেন সুজিত সরকার। লকডাউনের ফলে ওটিটি প্ল্যাটফর্মের দিকেই ঝুঁকছেন পরিচালক এবং প্রযোজকরা।
ভারতীয় গণমাধ্যমে অমিতাভ বচ্চন বলেন, ‘গুলাবো সিতাবো’ হলো এক টুকরো জীবন। সুজিত যখন প্রথম আমাকে এই ছবির কথা জানিয়েছিলেন তখন থেকেই আমি আমার চরিত্র নিয়ে বেশ আগ্রহী ছিলাম। আমি মনে করি এই ছবিটি পারিবারিকভাবে সকলকে বিনোদিত করবে। লকডাউনের মধ্যেই বিশ্বজুড়ে দর্শকের সামনে আনতে পেরে খুশি।’
আয়ুষ্মানের মন্তব্য, ‘এই ছবি আমার জন্য খুব স্পেশাল। ভিকি ডোনারের পর আমার মেন্টর সুজিত সরকারের সঙ্গে এটি দ্বিতীয় ছবি। আমি আজ যে জায়গায় তা পরিচালক সুজিত সরকারের কারণেই। আমি অত্যান্ত আনন্দিত এই ছবিতে কাজ করতে পেরে। আশাকরি দর্শকের মনে গেঁথে যাবে ছবিটি।