করোনার মধ্যেই কানাডা গেলেন অরুণা বিশ্বাস

প্রকাশিত : ১৫ মে ২০২০

করোনাভাইরাসের মধ্যে বিশেষ একটি ফ্লাইটে কানাডায় গেলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। সেখানে গিয়ে বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি বলেন, কানাডার টরেন্টোতে আমার একমাত্র ছেলে শুদ্ধ থাকে। একজন মা হিসেবে ওকে ছেড়ে থাকতে না পারার কারণে চলে আসতে বাধ্য হই।

অনেকদিন থেকে কানাডায় আসার চেষ্টা করলেও লকডাউনের জন্য কারণে কানাডায় আসা সম্ভব হয়নি। অবশেষে দ্বিগুণ ভাড়ায় শুধুমাত্র ছেলের জন্য কানাডায় আসা।

তিনি আরো বলেন, অনেক দিন ধরে কানাডায় যাওয়ার চেষ্টা করছিলাম। অবশেষে রোববার (১০ মে) কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করি। টরেন্টোতে সোমবার বিকালে পৌঁছি। শুদ্ধ আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে।

 

আপনার মতামত লিখুন :