নওগাঁর আত্রাইয়ে আশার ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৫ মে ২০২০

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে বে-সরকারী সংগঠন আশা’র উদ্যোগে সরকারের পাশা পাশি করোনা ভাইরাসে কর্মহীন দোকান কর্মচারী, হোটেল কর্মচারী, আত্রাই সারগাম সংগীত বিদ্যালয়ের শিল্পী,শিক্ষার্থী ২১ জন সহ ২ শতাধীক কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারে মধ্যে সারা বালাদেশের ন্যায় আত্রাই উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরন করেন।

এ সময় উপস্থি ছিলেন আত্রাইয়ের করোনা মুক্ত যুদ্ধের সফল সৈনিক মানবতার সেবক উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম, সহকারী কমিশনার ভ’মি আরিফ মোর্শেদ মিশু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই উপজেলার বে- সরকারী সংগঠন আশা’র সকল শাখার শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা কর্মচারী বৃন্দ। বিতরণ সামগ্রী হলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, তেল ১ লিটার, সাবান ১টি ।

 

আপনার মতামত লিখুন :