কলাপাড়ায় শিক্ষার্থীর বাড়ী বাড়ী পৌঁছে দেয়া হচ্ছে পুষ্টিকর বিস্কিট

প্রকাশিত : ১৫ মে ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সরকারের স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় ২৪ হাজার ৭৮৯ প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থী পাচ্ছে ৩০ প্যাকেট হারে পুষ্টিকর বিস্কিট খাদ্য সহায়তা। করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় শিশু শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে বাড়ী বাড়ী পৌঁছে দেয়া হচ্ছে এ পুষ্টিকর বিস্কিট। বে-সরকারি উন্নয়ন সংস্থ্যা “প্রত্যাশা” শহর থেকে গ্রাম এ বিস্কিট পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আবুল বাশার জানান, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় উপজেলার ১৭৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৪ হাজার ৭৮৯ প্রাথমিক স্তরের ক্ষুদে শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে দুই মাসের ৩০ প্যাকেট হারে পুষ্টিকর এ বিস্কিট খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। বিশ্ব খাদ্য সংস্থা’র সহযোগীতায় সরকারের স্কুল ফিডিং কর্মসূচীর অধীনে এনজিও প্রত্যাশা এটি বাস্তবায়ন করছে।

প্রত্যাশা’র মাঠ তদারকি কর্মকর্তা স্বাধীনা আকতার বলেন, আমরা স্কুল ফিডিং কর্মসূচী সফল ভাবে সম্পন্ন করতে স্কুল গুলোর বিস্কিট মজুদের পরিমান লিপিবদ্ধ করছি। এর সাথে চাহিদা অনুয়ায়ী বিস্কিট সরবরাহ করে শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দেয়া হবে। এটি দু’এক দিনের বিষয় নয়। শহর থেকে গ্রাম পর্যন্ত বিতরন নিশ্চিত করতে সময় লাগবে। আমাদের মাঠ কর্মীরা এটি সম্পন্ন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, করোনা পরিস্থিতিতে শিশু শিক্ষার্থীদের স্কুল বন্ধ থাকায় তাদের বাড়ী বাড়ী পুষ্টিকর বিস্কিট পৌঁছে দেয়া হবে। এটি যথাযথ ভাবে নিশ্চিত করতে দায়িত্ব প্রাপ্ত এনজিওকে বাড়ী বাড়ী গিয়ে বিস্কিট বিতরন শেষে মাষ্টার রোলে শিক্ষার্থীর অভিভাবকের স্বাক্ষর সহ মোবাইল নম্বর লিপিবদ্ধ করতে বলা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :