বান্দরবানে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার
প্রকাশিত : ১৪ মে ২০২০
রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে শহর এলাকা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের উজানি পাড়া মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) লাইব্রেরি সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহতের নাম অধীর সেন। ওই ব্যক্তি বয়স অনুমানিক ৭০ বছর । তার বাড়ি কক্সবাজার খুরুসকুল এলাকায়। শহরে বাজার এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতেন। পুলিশের ধারণা অতিরিক্ত মদপানে বিষক্রিয়া হয়ে রাতের কোনো সময় তিনি মারা গেছেন।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বললে জানা যায় লোকটি মাঝে মাঝে বান্দরবানে বিভিন্ন খাবার হোটেলে কাজ করতেন এবং তাকে প্রায় সময় বিভিন্ন হোটেলে দেখা যেত কর্মরত অবস্থায়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।