পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে একুশে ক্লাব
প্রকাশিত : ১৩ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৩ মে।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে “একুশে ক্লাব” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার দিনভর ক্লাবের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে দুইশতাধিক পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। হতদরিদ্র ওইসব কর্মহীন মানুষ চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও সাবান হাতে পেয়ে তারাও খুশি।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, একুশে ক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ বশির আহমেদ, আমির হোসেন, গোলাম মোস্তফা, মাওলানা শহিদুল ইসলাম, ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মিন্টু মোল্লা, সহ-সভাপতি কবির মৃধা, সহ-সাধারণ সম্পাদক আফতাব হোসেন, দপ্তর সম্পাদক জহরলাল মন্ডল, সদস্য মিলন সরকার, হুমায়ুন কবির, ফারুক হোসেন আরো অনেকে।
একুশে ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ক্লাবের পক্ষ থেকে এ দুর্যোগকালীন সময় সামান্য খাদ্য সামগ্রী নিয়ে মানূষের পাশে দাঁড়িয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।