প্রেম মানে না করোনা ভাইরাস! অপহরণ না কি প্রেমের টানে ঘর ছাড়লেন ৮ম শ্রেণীর ছাত্রী?
প্রকাশিত : ১৩ মে ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: করোনায় আতংকের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের আলতাফ (১৭) নামে এক বখাটে অষ্টম শ্রেনীর ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে। আলতাফ হলিধানী গ্রামের আয়নাল হকের ছেলে। মেয়েটির পিতা নুর আলী অভিযোগ করেন আমার মেয়ে নাবালিকা সে হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়তো।
মহল্লার আলতাফ নামে এক বখাটে আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রায় উত্যাক্ত করতো। কিন্তু আমার মেয়ে পাত্তা দিত না। পাত্তা না পেয়ে বখাটে আলতাফ আমার মেয়েকে রোববার অপহরণ করেছে। আমি আমার মেয়ে ফেরত চাই। তবে ছেলের পিতা আয়নাল হোসেন জানান, আমার ছেলের সাথে ওই মেয়ের দুই বছর ধরে প্রেম ছিল।
আমার ছেলের সাথে পালিয়ে সে বিয়ে করেছে। তাকে কেও অপহরণ করেনি। স্থানীয় মাতুব্বররা পরিবারের মধ্যে মিমাংসা করার চেস্টা করছে। হলিধানী ওয়ার্ডের মেম্বার তাইজুল ইসলাম জানান, শুনেছি নুর আলীর মেয়েকে নিয়ে আলতাফ পালিয়ে গেছে। আমি ছেলে মেয়েকে হাজির করার কথা বলেছি। যেহেতু ছেলে মেয়ে অপ্রাপ্তবয়স্ক তাই সামাজিক ভাবে বিষয়টি মিমাংসা করার চেস্টা করছি।