প্রধানমন্ত্রীর সঙ্গে আতিক-তাপসের শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২০
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দুজনই নিজ নিজ সিটিতে ব্যাপক ব্যবধানে জয়ের পথে রয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তারা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম যখন গণভবনে প্রবেশ করছিলেন, তখন উপস্থিত সাংবাদিকরা তাদের ঘিরে ধরেন। তবে সে সময় কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি।