শহীদ তারা মিয়া স্মৃতি পরিষদ এর উদ্যাগে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত : ১২ মে ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খাদ্য সংকটে পড়েছে সাধারণ মানুষ। মরণঘাতী ভাইরাসের আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে জীবন-যাপন। বিশ্বের এমন দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় রাজনগর উপজেলার উত্তর ভাগ ইউনিয়নে আজ ১২ মে সকালে “শহীদ তারা মিয়া স্মৃতি পরিষদ” এর পক্ষ থেকে পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শিলুর পৃষ্ঠপোষকতায় এলাকার কর্মহীন, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ অরিজিৎ আচার্য্য,অপু, ইউপি সদস্য জুয়েল আহমদ, ইউপি যুবলীগের সভাপতি মকলু মিয়া, সাধারণ সম্পাদক সজল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, সিনিয়র সদস্য খলিল মিয়া, সেবু মিয়া, মহিলা সম্পাদিকা ও ইউপি সদস্য সাজনা বেগমসহ এলাকার বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।