অসহায় মুক্তিযোদ্ধা পরিবারকে দশমিনায় আর্থিক ও ত্রান সহায়তা প্রদান
প্রকাশিত : ১২ মে ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালী দশমিনা উপজেলায় এক অসহায় মুক্তিযোদ্ধা পরিবারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস এর ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক ও ত্রান সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে। উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের স্বর্গীয় বাবুল কুমার দাসের পরিবারের সদস্যর হাতে চেক ও ত্রান সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন ও উপজেলা আ”লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মুন্সী।