কলাপাড়ায় ইটভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত : ১২ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ইট ভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে মো. সালাউদ্দিন আকন (৪২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কুয়াকাটা সড়কের আলীপুরের শেখ রাসেল সেতুর টোল পয়েন্ট সংলগ্ন এলাকায় এদুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে আহত অবস্থায় কুয়াকাটা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বিকালে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত সালাউদ্দিনের পারিবারিক সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে মেশিন দিয়ে ইট ভাঙ্গার কাজ করে আসছে। মেশিন বিকল হলে মেরামতের জন্য আলীপুরের একটি ওয়ার্কসপে নিয়ে যায়। এ সময় জগ দিয়ে উপরে তুলে কাজ করতে গিয়ে ইট ভাঙ্গা মেশিনটি নিচে সে চাপা পরে দুর্ঘটনার শিকার হয়। মৃত সালাউদ্দিন উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ গ্রামের মিরু আকনের ছেলে বলে জানা গেছে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ মর্গে পাঠনো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা রুজ করা হবে বলে তিনি জানিয়েছেন।