পুলিশের সহায়তায় চুরি হওয়া মুঠোফোন ফিরে পেলেন শিক্ষার্থী
প্রকাশিত : ১২ মে ২০২০
সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটে পুলিশের সহায়তায় নিজের চুরি হওয়া মুঠোফোন ফিরে পেয়েছেন রেহেনা আক্তার নামের এক শিক্ষার্থী। সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ওই শিক্ষার্থীর ভাইয়ের হাতে ফোনটি হস্তান্তর করেন। হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুশি ওই শিক্ষার্থী ও তার পরিবার।
মুঠোফোন ফিরে পাওয়া রেহেনা আক্তার বলেন, অনেক কষ্টে ফোনটি কিনেছিলাম। কয়েকদিন আগে বাড়ি থেকে আমার মুঠোফোনটি চুরি হয়ে যায়। বিষয়টি আমি পুলিশকে জানালে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান স্যার আমাকে ফোন বের করে দেওয়ার আশ^াস দেন। স্যারের আশ^াস অনুযায়ী আজকে আমি ফোনটি ফিরে পেলাম। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মুঠোফোনের আইএমইআই নাম্বার শনাক্তের মাধ্যমে আমরা মুঠোফোনটি উদ্ধার করেছি। আমরা ফোনটি রেহেনার ভাইয়ের কাছে বুঝিয়ে দিয়েছি।