বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক ২টি টানেল স্থাপন

প্রকাশিত : ১১ মে ২০২০

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর হাসপাতালে জীবাণুনাশক ২টি টানেলের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর। সোমবার (১১ মে) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর এর পক্ষ থেকে বান্দরবান সদর হাসপাতালে প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম, বান্দরবান পৌরসভার সম্মানিত মেয়র ইসলাম বিবি, কেন্দ্রীয় ছাত্রলীগের উপর ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর সহ আরো অনেকেই ।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, হাসপাতালে ডাক্তার এবং রোগীদের করোনা নামক মহামারি থেকে রক্ষা করার জন্য এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে এবং সকলকে সরকারের নির্দেশনা মোতাবেক সরকার আইন মেনে চলার আহ্বান করেন, বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার আহ্বান করে। যাদের উদ্যোগে এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে তাদেরকে ধন্যবাদ জানান পার্বত্য মন্ত্রী।

আপনার মতামত লিখুন :