রাঙ্গাবালীতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
প্রকাশিত : ১১ মে ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাসের উদ্ভ‚ত পরিস্থিতিতে বিপাকে থাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অর্ধশত দুস্থ-অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। রোববার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে সামাজিক দ‚রত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শেখ হাসিনা সেনানিবাসের নিজস্ব উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ৫০টি কর্মহীন পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা তুলে দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার (পিএসসি,জি)।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, করোনা ভাইরাসে হত দরিদ্র পরিবারগুলোর জন্য এ ত্রাণ। আপনারা কেউ না খেয়ে থাকবেন না। সামাজিক দূরত্ব মেনে চলুন। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির হবেন না। দেশের হত দরিদ্র মানুষের কথা চিন্তা করে এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে লক ডাউন কিছুটা শিথিল করা হলেও আপনারা সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রাখুন।