রাঙ্গাবালীতে করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা ও চেক প্রধান
প্রকাশিত : ১১ মে ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা জয়ী ৪ জনকে ফুলেল শুভেচ্ছা ও প্রধানমন্ত্রীর পক্ষথেকে চেক প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদের ফুলেল শুভেচ্ছা ও প্রতিজনকে পাঁচ হাজার টাকার চেক প্রদান এবং ইফতার বিতরণ করা হয়।
করোনা যুদ্ধে জয়ীরা হলেন- তাবলীগ জামায়াতে আসা ভারতীয় নাগরিক ইব্রার হোসেন, আব্দুল মজিদ ও পাবনা জেলার ওমর ফারুক এবং ছোটবাইশদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ফিরোজ আলম।
করোনা জয়ীদের মাঝে চেক বিতরণকালে উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (অ.দা) মো. মনিরুল ইসলাম, রাঙ্গাবালী থানার ওসি(তদন্ত) মো. মস্তফা কামাল।