গিয়াসনগর ইউনিয়নে মরহুম আপ্তাব উদ্দিন এর পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১০ মে ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মরহুম আপ্তাব উদ্দিন এর পরিবারের পক্ষ থেকে এলাকার অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন, অসচ্ছল শতাধিক পরিবারকে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে পরিবারের পক্ষ থেকে কর্মহীন, দিনমজুর মানুষের মধ্যে বাড়ী বাড়ী গিয়ে এসব পৌছে দেওয়া হচ্ছে। অগ্রনী ব্যাংক লিঃ অফিসবাজার শাখার পরিচালক মোঃ বদরুল ইসলাম,সমাজসেবক মোঃ কামরুল ইসলামসহ আয়োজকরা জানান- করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খাদ্য সংকটে পড়েছে ইউনিয়নের সাধারণ মানুষ।

মরণঘাতী ভাইরাসের আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে জীবন-যাপন। মানুষ মানুষের জন্য। এই দূর্যোগে মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

 

আপনার মতামত লিখুন :