গলাচিপায় ৫ ব্যবসায়ীকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা
প্রকাশিত : ১০ মে ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: শনিবার বেলা ১২ টায় পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অপদ্রব্য মেশানোর জন্য ৫০ কেজি আম ও ১২০ কেজি খেজুর জব্দ করা হয়েছে।
জানা গেছে, সামাজিক দ‚রত্ব বজায় না রেখে বেচাকেনা ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির জন্য গলাচিপা সদর রোডের সোহেল গার্মেন্টস এর মালিক মনির হোসেনকে ৪০ হাজার টাকা, জাকিয়া গার্মেন্টস এর মালিক মনিরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফলে ভেজাল মেশানোর অপরাধে মনির হোসেন, রফিক গাজী ও ইব্রাহিম নামের তিন ফল ব্যবসায়ীর প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানের সময় তাদের দোকান থেকে ফরমানিল যুক্ত ৫০ কেজি আম ও তেল মেশানো ১২০ কেজি খেজুর জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গলাচিপা স্যানিটারি ইনেসপেক্টর বাবু শুভঙ্কর দাস ও গলাচিপা থানার এসআই মো. শহিদুল।