সার্বভৌমত্ব রক্ষা পরিষদ”সরপ”এর উদ্যোগে ঢাকা মহানগরে অসহায়দের মাঝে ইফতার বিতরণ
প্রকাশিত : ৯ মে ২০২০
ইয়াসমিন আক্তার, লন্ডন: গতকাল শুক্রবার ৮ মে জুমার নামাজের পর ঢাকা মহানগরের ভিন্ন ভিন্ন পয়েন্টে অসহায়,দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে তৈরী করা খাদ্য বিতরণ করেছেন সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) এর ইটালি শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব সাইফুল ইসলাম পক্ষ থেকে।
সরপ পক্ষ থেকে জাহাঙ্গীর আলম বলেন সমাজে প্রতিটি ধনী মানুষকে এই করোনার মহামারীতে মানুষের দুর্দিনে দরিদ্র অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই সংগঠনের পক্ষে উনারা আরো বলেন- “সরপ” তৈরী হয়েছে মানুষের ও সমাজের কল্যানের জন্য।
সরপ দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করবে এবং সব সময় দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।
উল্লেখ্য-করোনা মহামারিতে এই জনসাধারণের সংগঠনটি তাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে কয়েক দফা ত্রাণ সহায়তায় বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন।