প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ৩ শত শ্রমিকের মাঝে বিতরণ
প্রকাশিত : ৮ মে ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটেরমোরেলগঞ্জে ৩ শত শ্রমিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সম্পর্কে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ভ্যান, ইজিবাইক ও বাস শ্রমিকদের কষ্টেসৃষ্টে দিন কাটছে। তাই বিভিন্ন গ্রামের ৩ শত শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া চাল, ডাল বিতরণ করা হয়েছে।