ডায়মন্ড ওয়ার্ল্ড এর অনলাইনে চলছে ধামাকা ঈদ আয়োজন
প্রকাশিত : ৭ মে ২০২০
আসন্ন ঈদ আয়োজনে ধামাকা অফার দিচ্ছে দেশের সু-পরিচিত জুয়েলারী ব্রান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড । সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ডায়মন্ড ওয়ার্ল্ড অনলাইন ঈদ আয়োজন এর উদ্বোধন করেন জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন, মূলত কোভিড-১৯ এর কারণে দেশের ব্যবসা বাণিজ্য যখন তলানিতে তখন ঘুরে দাড়াঁনোর চেষ্টা থেকেই আমাদের এই আয়োজন। আর এই আয়োজনে আমরা যে মুনাফা করব তার একটি বড় অংশ আমরা ব্যয় করব করোনায় ক্ষতিগ্রস্থদের কল্যাণে।
আর এবার আমরা এমন কিছু সেবা আমাদের গ্রাহকদের দিচ্ছি যা ডায়মন্ড ওয়ার্ল্ড এর ইতিহাসে প্রথম। কাস্টমাররা অনলাইনে ক্রয়কৃত সকল গহনাতে পাবেন ৩১% ডিসকাউন্ট, মজুরীতে ১০০ ভাগ ছাড়, গিফট ভাউচার, ফ্রি একচেঞ্জ, লাকী ড্র, ফ্রি হোম ডেলিভারী এবং মূল্য পরিশোধের জন্য ১২ মাসের সহজ কিস্তি। আর এসবই গ্রাহককে করতে হবে অনলাইনে।
পেমেন্ট করা যাবে বিকাশে বা যেকোন ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে। ডায়মন্ড ওয়ার্ল্ড অনলাইন ঈদ আয়োজন আয়োজনটি শেষ হবে ২১ মে রাত ১১.৫৯ মিনিটে।