“মমতার মেলবন্ধন”ব্যানারে মুক্তিযোদ্ধার মাঝে দশমিনায় উপহার সামগ্রী বিতরন

প্রকাশিত : ৬ মে ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব জনিত দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলার দুস্থ ও অস্বচ্ছল ২০ বীর মুক্তিযোদ্ধার মাঝে “মমতার মেলবন্ধন” ব্যানারে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর নেতৃত্বে উপহার (খাদ্য) সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার বেলা ২টা ৩০মিনিটে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাতুব্বার, বীর প্রতিক মোঃ আঃ মান্নান, কেবিএম আঃ হাই, আঃ গনি হাং ও স্থানীয় সংবাদকর্মী প্রমুখ। সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তৈল, চিনি, লবন, মুড়ি, সেমাই, পেইজ ইত্যাদি। আর্থিক সহযোগীতায় চাকুরিজীবি, অবসরপ্রাপ্ত ও স্বচ্ছল বীরর মুক্তিযোদ্ধাগন বাস্তবায়নে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, দশমিনা উপজেলা কমান্ড।

 

আপনার মতামত লিখুন :