কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ৩
প্রকাশিত : ৬ মে ২০২০
কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। বুধবার ভোরে হ্নীলা রঙিগালি গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদ পেয়ে বুধরাত ভোর রাতে রঙিখালিতে অভিযানে যায় পুলিশ। গহীন পাহাড়ে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে আহত হয় পুলিশের ৫ সদস্য।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় তিন ডাকাত। ডাকাতদলের ঐ আস্তানা থেকে ১৮টি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। নিহত তিনজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।