রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর শোক
প্রকাশিত : ৬ মে ২০২০
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। আজ বুধবার (৬ মে) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের রাজনীতিতে আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
আজ বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা ৫ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা (৭৮)। প্রায় এক মাস ধরে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। ২০১৮ এর ৩১ ডিসেম্বরের নির্বাচনে ঢাকা ৫ (ডেমরা-যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনে নৌকা প্রতীক নিয়ে চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হন মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা।