দশমিনায় অবসরপ্রাপ্ত চিকিৎসকের বাবা’র ইন্তেকাল
প্রকাশিত : ৪ মে ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখা) প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা উপসহকারী কমিনিটি মেডিকেলে অফিসার অবসরপ্রাপ্ত ডাঃ মোঃ গোলাম মোস্তফা’র বাবা আলহ্জ আঃ খালেক মৃধা ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন যাবৎ বাধর্কজনিত রোগে ভোগেন তিনি। সোমবার ভোর ৫টায় উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের চরহোনাবাদ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে , ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সুত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে তার নিজ বাড়ির মসজিদে মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা যায়।