কলাপাড়ায় পানিতে দিনমজুরের মৃত্যু
প্রকাশিত : ৪ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মো.মনির ফকির (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মেড়াউপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মো.রমজান ফকিরের ছেলে। মৃগীবাই রোগে আক্রান্ত ছিল বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত মনির ফকিরের চাচা নাসির ফকির জানান, দীর্ঘদিন ধরে মনির ফকির মৃগীবাই রোগে আক্রান্ত। সে দিনমজুরের কাজ করতো। তার ঘরের টিন বাতাসে উড়ে নিজ পুকুরে পরে যায়। সেই টিন পুকুরে থেকে উঠাতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। তাকে অনেক খোঁজাখুজির পর প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।