পার্বতীপুরে পরিবেশ দুষন চরমে : এডিস মশার আশংকা
প্রকাশিত : ৪ মে ২০২০
রুকুনুজ্জামান বাবুল: পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি : ড্রেনগুলো পরিস্কার না করায় দুর্গন্ধে পরিবেশ দুষন চরমে এলাকাবাসীর অভিযোগ। পার্বতীপুরে মাছ,মাংস,কাঁচা বাজার ও বুড়ার হাট শহিদ ময়দানে স্থানান্তর করায় মানুষ নির্বিঘ্নে সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার করতে পারছেন বটে। কিন্তু গরু,ছাগল,মাছ,হাস মুরগীর বিষ্টা ও আবর্জনায় ভরাট হয়ে গেছে মাঠের দুই পাশের ড্রেন।
এলাকাবাসীর অভিযোগ ড্রেনগুলো পরিস্কার না করায় দুর্গন্ধে এলাকায় বসবাস করা দায় হয়ে পড়েছে। তাছাড়া দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় এডিস মশার আশংকাও করছেন তারা। এবিষয়ে জানতে চাইলে পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক বলেন বিষয়টি আমি অবগত হলাম। শীঘ্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।