৬৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় কলাপাড়ায় ১৩ জনের নামে মামলা
প্রকাশিত : ৪ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ৬৩ হাজার ৩৭০ পিস ইয়াবা সহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে পটুয়াখালী র্যাব-৮ এর ডিএডি মো.মহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জন কে আসামী করে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাটি দায়ের করেন। আসামীরা হলো হাসিনা বেগম,ইউসুফ আলী, বাবুল মৃধা, সালাম, নূরআলম, ইউসুফ,শাহজাদা, জামাল, রিয়াদ,সাইদুল বয়াতী, জুয়েল আকন, মনির হোসেন ও ওয়াসিম। এদের মধ্যে ৮ জনকে আটক করা হয়েছে। বাকী পাঁচ জন পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ১৩ জনের নাম উল্লেখ করে র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বাড়ী কলাপাড়া, আমতলী ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে বলে তিনি জানিয়েছেন। পটুয়াখালী র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী কমান্ডার রউছ উদ্দিন জানান, মাদক ব্যবসায়ীরা একটি মাছ ধরা ট্রলার নিয়ে শনিবার সকালে ধানখালীর মধুপাড়া গ্রামে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ৮ জনকে আটক করা হয়েছে। এসময় ওই ট্রলারটি থেকে ইয়াবা ট্যাবলেট সহ নগদ ২ লাখ ৩০ হাজার টাকা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।