পটুয়াখালীতে র্যাবের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : ৪ মে ২০২০
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে র্যাব-৮ এর ভ্রাম্যমান আদালত। ৩এপ্রিল (রবিবার) সকাল দশটার দিকে পটুয়াখালী র্যাব-৮ (সিপিসি-১) ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করা হয়। র্যাব সুত্রে জানা গেছে, পটুয়াখালী সদরের পুরাতন বাজার এলাকার দোকানদার শ্রী অসিম বনিক (৫২) কে ২ হাজার ও হেতালিয়াঘাট এলাকার বেকারী ব্যবসায়ী মোঃ ফয়সাল সিকদার (১৮) কে ৩ হাজার টাকা সহ মোট ৫হাজার টাকা জরিমানা করা হয়।
পটুয়াখালী সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫/৫১ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করেন। পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও এই নিষেধাজ্ঞা অমান্য করে দোকান পাট খোলা রাখার অপরাধে দুই দোকানদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে।