ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে বৃক্ষপ্রেমিক জহির রায়হানের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত : ৩ মে ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বৃক্ষপ্রেমিক সেই জহির রায়হান। রোববার সকালে সদর উপজেলার রামনগর গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, জহির রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে ওই এলাকার ৫০ টি পরিবারের মাঝে, আটা, খেজুর, মুড়ি, লবন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়। দুর্যোগকালীন সময়ে খাদ্য সহযোগিতা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন হতদরিদ্ররা।

 

আপনার মতামত লিখুন :