নিখোঁজ দৈনিক পক্ষকালে’র সম্পাদক শফিকুল ইসলাম কাজল বেনাপোল সীমান্তে আটক
প্রকাশিত : ৩ মে ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: নিখোঁজ ফটো সাংবাদিক ও ‘দৈনিক পক্ষকালে’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে বেনাপোল সীমান্ত থেকে আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা। তবে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চিত্রসাংবাদিক কাজলকে মামলা দিয়ে শনিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি।
আজ রবিবার সকাল ১২ টায় নিখোঁজ সাংবাদিক কাজলকে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।বেনাপোল সীমান্তের সাদিপুরের একটি মাঠের মধ্য থেকে তাকে আটক করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, শফিকুল ইসলাম কাজল উনি ঢাকার সাংবাদিক বলে আমরা জানতে পেরেছি।তার বিরুদ্ধে বিজিবি মামলা রুজু করেছে। সেই মামলায় আমরা আজ তাকে যশোর কোর্টে প্রেরণ করলাম।