ঝিনাইদহে টিসিবি’র মালামাল বিতরনে মনিটরিং ভোক্তা অধিকার সংরক্ষনের হানা, জরিমানা আদায়
প্রকাশিত : ২ মে ২০২০
তারেক জাহিদ, ঝিনাইদহ: ২রা মে শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় থেকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই ও কোরাপাড়া বটতলা এলাকায় বাজার তদারকি করা হয়। গত ২৭ এপ্রিল ২০২০ তারিখে একজন ভোক্তা অভিযোগ জানান, কোরাপাড়া বটতলায় মফিজের দোকানে অধিক মূল্যে পোল্ট্রি ফিড বিক্রয় করা হচ্ছে। সে মোতাবেক শনিবার দুপুরে তদারকি টিমের একজন তার নিকটে ফিড ক্রয় করতে চাইলে তিনি প্রতি কেজি ফিডের মূল্য ৫০ টাকা দাবি করেন।
অথচ বস্তার গায়ে সর্বোচ্চ মূল্য দেওয়া আছে প্রতিকেজি সর্বোচ্চ ৪১ টাকা ৭০ পয়সা। পাশাপাশি সিটি পোল্ট্রি ফিডে গিয়ে দেখা যায় তিনি মেয়াদ উত্তীর্ণ গবাদিপশুর ঔষধ বিক্রয় করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুইটিকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। সকালে ওয়াজির আলী স্কুল মাঠে ও পুরাতন ডিসি কোর্ট চত্বরে টিসিবির মালামাল বিক্রয় তদারকি করা হয়।
সার্বিক সহযোগিতা করেছেন জনাব মোঃ রাজিব হোসেন, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।